বাংলাদেশে স্থলবন্দরগুলোর মধ্যে অন্যতম একটি দিনাজপুরের হিলি। কিন্তু চেক পোস্ট থাকার পরও এই বন্দর দিয়ে বাংলাদেশে ঢুকছে প্রতিনিয়ত ব্ল্যাকের পণ্য। এতে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। এরপর আবার সেই পণ্য যদি কেবল প্রসাধনী সামগ্রীর মধ্যে সীমাবন্ধ নেই। এই পথ দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে ফেনসিডিল, ইয়াবা, গাঁজা, মদ ও নতুন স্কফের জীবন ধ্বংসকারী ভয়াবহ সব মাদক।
এখানেই থেকে নেই। হিলি স্থল বন্দর দিয়ে জীবনরক্ষাকারী ওষুধও যেমন আনা হচ্ছে, তেমন জীবন কেড়ে নেওয়ার মতো অস্ত্রও খুব সহজের এই পথ দিয়ে ভারত থেকে বাংলাদেশে আনা হচ্ছে। যার সঙ্গে স্থানীয় প্রভাবশালী কিছু লোকজন। বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের অনুসন্ধানের এমন তথ্য উঠে এসেছে।
বিস্তারিত জানতে ভিডিওতে ক্লিক করুন।
বিডি-প্রতিদিন/১০ জুলাই, ২০১৭/মাহবুব