এফডিসির তিন নম্বর ফ্লোরে বর্তমানে তুমুল গতিতে চলছে "নায়ক" সিনেমার শ্যুটিং সেট তৈরির কাজ। আর গতকাল রবিবার সেখানেই আনুষ্ঠানিকভাবে 'নায়ক' ছবির খলনায়ক চরিত্রের জন্য চুক্তিবদ্ধ হলেন অভিনেতা শিমুল খান।
এই ছবিতে শিমুল খানের চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি জানান, আমি এই ছবিতে কি চরিত্রে অভিনয় করছি সেটা এখন বলবো না। কারণ এর ফলে আগেভাগেই আমার চরিত্রের বিশেষত্ব নষ্ট হয়ে যাবে। তাই আমার চরিত্র এবং ছবিটি সম্পর্কে জানতে হলে টিকেট কেটে সিনেমা হলে গিয়ে ছবিটি দেখতে যেতে হবে।
এরপরই শিমুল খানের সংযোজন, আমি শুধু এটুকু বলবো, ছবিটির গল্প সম্পুর্ন মৌলিক এবং চমৎকার যা দর্শকদের শতভাগ বিনোদন উপহার দিবে হলফ করেই বলা যায় আর এই ছবিতে বাপ্পি, অধরা খান, মৌসুমী আপার পাশাপাশি আমি থাকছি একটু বিশেষ চরিত্রে।
উল্লেখ্য আগামী ১০ তারিখ বুধবার "নায়ক" সিনেমার মহরত অনুষ্ঠিত হবে। এরপর ১১ তারিখ থেকে এফডিসির তিন নম্বর ফ্লোরে যাদুকাঠি মিডিয়া প্রযোজিত প্রথিতযশা যুগল পরিচালক ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত "নায়ক" সিনেমার শ্যুটিং শুরু হতে যাচ্ছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর