কেপটাউনের রাস্তায় এক সঙ্গে নেচে ফের লাইমলাইটে এলেন বিরাট কোহলি-অানুশকা শর্মা। আর সেই নাচের ভিডিও এখন ভাইরাল। আপাতত বিরাট কোহালির সঙ্গে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন অানুশকা। আর সেখানেই ফুটপাথে সাধারণ মানুষের সঙ্গে হঠাৎই নেচে উঠলেন কোহলি-অানুশকা। দক্ষিণ আফ্রিকার নাগরিকদের শিখিয়ে দিলেন কিছু ভারতীয় স্টেপও!
ইতালির তাস্কানিকে গত ১১ ডিসেম্বর বিয়ে সেরেছেন বিরাট কোহালি ও অানুশকা শর্মা। এরপর ভারতে ফিরে দু'টি জমকালো রিসেপশন পার্টি দিয়েছেন দিল্লি ও মুম্বাইতে।
প্রেম পর্বের শুরু থেকেই সম্পর্ক নিয়ে মুখচোরা অানুশকা। তবে বিরাট বরাবরই খুল্লমখুল্লা। তা সে সেঞ্চুরি করে প্যাভিলিয়নে দাঁড়িয়ে থাকা অানুশকাকে ফ্লাইং কিস ছোড়া হোক, কিংবা হানিমুনে গিয়ে ছবি পোস্ট করে তার ক্যাপশনে লেখা, 'এক এবং অদ্বিতীয়'। দক্ষিণ আফ্রিকার রাস্তায় আগেই ভাংরা নেচেছেন তিনি। এবার কেপটাউনের রাস্তায় নাচলেন অানুশকাও।
তবে শিগগির ভারতে ফিরে আসছেন আনুশকা। ফিরে নিজ প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য পরির বাকি কাজ সম্পন্ন করবেন তিনি। অতিপ্রকৃত থ্রিলারধর্মী এ ছবিতে তার সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করছেন ওপার বাংলার জনপ্রিয় মুখ পরমব্রত চ্যাটার্জি।
এর আগে ২০১৩ সালে একটি শ্যাম্পুর বিজ্ঞাপনে জুটি বাঁধেন কোহলি ও আনুশকা। ধারণা করা হয়, এর শুটিং সেট থেকেই তাদের রোমান্সের শুরু।
বিডি প্রতিদিন/৮ জানুয়ারি ২০১৮/হিমেল