শাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে বৈঠকে বসতে নতুন তারিখ (১২ ফেব্রুয়ারি) নির্ধারণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
আজ সোমবার ডিএনসিসির অঞ্চল-৩ এর অফিসে সালিশ বৈঠকে অপু বিশ্বাস আসলেও শাকিব উপস্থিত না হওয়ায় নতুন এই তারিখ নির্ধারণ করেছে সিটি করপোরেশ।
গত ২৮ নভেম্বর আইনজীবীর মাধ্যমে অপু বিশ্বাসকে ডিভোর্সের নোটিশ পাঠান শাকিব খান। তার প্রেক্ষিতে আজ সোমবার ডিএনসিসির অঞ্চল-৩ এর অফিসে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। এজন্য শাকিব ও অপুর কাছে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিস পাঠানো হয়।
তবে অপু বিশ্বাস সালিশ বৈঠকে হাজির হলেও আজ আসেননি শাকিব খান। তাই আগামী ১২ ফেব্রুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেছে ডিএনসিসি।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৭/মাহবুব