রণবীর সিংহের সঙ্গে তাঁর সম্ভাব্য বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরগরমের মধ্যে দীপিকা পাড়ুকোনের একটি জ্যাকেট আলোচনায় হয়েছে। যা কিনতে নায়িকা খরচ করেছেন সোয়া লাখ টাকা।
ভারতীয় গণমাধ্যমে খবর, সোমবার মুম্বাই থেকে নিউইয়র্ক সিটি যাচ্ছিলেন দীপিকা। পরনে ছিল ঢোলা জিনস, ফিশ অ্যান্ড চিপস প্রিন্টের শার্ট। শার্টের দাম ২৩,২৪০ টাকা। তবে সব কিছুকে মাত করে দিয়েছে তাঁর জ্যাকেট। বারবেরি কোম্পানির এই জ্যাকেটটি মেড ইন ইতালি, বাংলাদেশি মুদ্রায় যার দাম ১১৪৩৫১ টাকা!
বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল, ২০১৮/মাহবুব