সম্প্রতি মালদ্বীপে স্বামী রাজ কুন্দ্রা এবং ছেলে ভিভানের সঙ্গে ছুটি কাটাতে যান শিল্পী শেট্টি৷ সেখানে সমুদ্র থেকে মাছ ধরার সরঞ্জাম দিয়ে একটি মাছ তুলে সেটি ভিডিও করেন৷ এরপর সেটি আবার সমুদ্রে কিন্তু ছেড়েও দেন৷ মাছের সঙ্গে ভিডিও তুলে ফের সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন এই অভিনেত্রী।
ভিডিওটি আপলোড হওয়া মাত্রই মুহূর্তের মধ্যে নেতিবাচক কমেন্টে ছেয়ে যায়৷ এক ফ্যান লেখেন, “যদি আপনি মাছটি খেতে চাইতেন সেটা খেতে পারতেন কিন্তু ওই ধারালো সরঞ্জাম দিয়ে মাছটি ধরে এতক্ষন ভিডিও করলেন৷ এতে তো মাছটিকে যন্ত্রনা দেওয়া হল৷ প্রানীটিকে যন্ত্রনা দিয়ে আপনি কি মজা পেলেন?”
অন্যদিকে পিটা-এর কতৃপক্ষ তাকে উদ্দেশ্য করে লেখেন, “আপনি যেটা করেছেন সেটা গ্রহণযোগ্য নয়৷ একটি ধারালো হুক দিয়ে একটা প্রানীকে আহত করতে পারেন না৷ তার ওপর আপনি পেটা-র সদস্য৷”
যদিও তাকে নিয়ে বিরূপ মন্তব্য হওয়ার পাশাপাশি তার সপক্ষেও এসেছেন অনেকে৷ একজন কমেন্ট করে জানান, “এটা ঠিক না, সেলিব্রিটি বলে ফিসিং করতে পারবেন না এটা তো কোন কথা নয়৷ ফিসিং পৃথিবীর সকলেই করতে পারে৷”
যদিও বিষয়টি নিয়ে নিয়ে শিল্পা নিজেও চুপ ছিলেন না, তবে কাউকে ব্যক্তিগত আক্রমন না করে হালকা মেজাজে তিনি পোস্টে কমেন্ট করে জানান, “ডিয়ার ইনস্টাফ্রেন্ডস, আপনি ব্যক্তিগতভাবে নিরামিষভোজী নই৷ কিন্তু আমি সেই মাছটাকে ছেড়ে দিই৷ এবং সে সুস্থ আছে৷”
যদিও এরকম ঘটনা নতুন নয়৷ এর আগেও দুবাইতে একটি চিড়িয়াখানায় গিয়ে শিম্পাঞ্জিকে নিয়ে মুখ বিকৃতি করে ছবি তোলার জন্য ট্রোলড হয়েছিলেন তিনি৷ সেসময় তিনি কিছু না বললেও এবার তিনি মুখ খুললেন৷
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর