বলিউড তারকা সাইফ আলি খানের প্রথম পক্ষের মেয়ে সারা আলি খান এই মুহূর্তে তারকা মহলের আলোচনার কেন্দ্রে। পরিচালক অভিষেক কাপুরের হাত ধরে ডেবিউ করেছেন তিনি। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে স্ক্রিন শেয়ার করে সবার নজরে এই তারকা সন্তান।
সম্প্রতি বোরকা পরে সিনেমা হলে গেলেন সারা আলি খান। তার প্রথম সিনেমা ‘কেদারনাথ’ দেখে দর্শকদের মতামত নিজের চোখে দেখতেই এই সিদ্ধান্ত সারার।
‘কেদারনাথ’ দেখতে গিয়ে নায়িকাকে যাতে কেউ চিনতে না পারেন, তার জন্য বোরকা পরে সিনেমা হলে যান তিনি। সেখানে সহকারী পরিচালক জেহান হানডা, কনিকা ধিলন এবং মা অমৃতা সিং-এর সঙ্গে সেলফিও তোলেন সারা। সেই ছবি আবার কনিকা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন।
এদিকে শোনা যায়, ‘কেদারনাথ’ দেখার জন্য সারা আলি খানের সঙ্গে হাজির হন সুশান্ত সিং রাজপুতও। কিন্তু, সারা, কনিকাদের ফ্রেমে তাকে দেখা যায়নি।
সূত্র : জি নিউজ
বিডি প্রতিদিন/ ওয়াসিফ