‘কেদারনাথ’ ছবিটি বক্স অফিসে সেভাবে সফল না হলেও সারা আলি খান দর্শকদের মন জয় করেছেন। এছাড়া তার আসন্ন ছবি ‘সিম্বা’র ট্রেলার দেখেও ভক্তরা আশাবাদী। দিনে দিনে বাড়ছে সাইফ কন্যার ফলোয়ার সংখ্যা। কিন্তু সারার মনে রয়েছেন কোন পুরুষ, সেই কথা ‘কফি উইথ করণ’-এ এসে নিজেই জানিয়েছিলেন তিনি।
বিয়ের জন্য রণবীর কাপুরকে বেছে নিলেও, ডেটিং'র জন্য ‘পেয়ার কে পঞ্চনামা’ খ্যাত কার্তিক আরিয়ানকেই মনে ধরেছে সারার। অবশেষে কার্তিকের সঙ্গে মুখোমুখি হলেন সারা আলি খান। আর সেই ‘ঘটকালি’ করলেন সারার কো-স্টার রণবীর সিং। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভিডিওতে দেখা যাচ্ছে, রণবীর দায়িত্ব নিয়ে সারাকে কার্তিকের কাছে নিয়ে যান। মজার ছলেই জানান, সারা কার্তিককে পছন্দ করেন। দু’জনেই হেসে একে অন্যকে জড়িয়ে করেন। রণবীর সিংহ সব সময়েই তার স্বভাবের জন্য নজর কাড়েন। সারার মনের মানুষের সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার ক্ষেত্রেও তাই বিলম্ব করেননি তিনি।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত