পূর্ণিমা কাঁধে ব্যথা পেয়েছেন, ফেরদৌস বাঁ পায়ের হাঁটুতে। শরীরের বিভিন্ন জায়গা ছিলে গেছে। গতকাল সকালে তারা দুজনই বিছানা থেকে উঠতে পারছিলেন না। তাই ছবির শুটিং বন্ধ রাখা হয়েছে। গতকাল বিকালে ঢাকায় ফিরেছেন দুজন। তাদের সুস্থতার ওপর পরবর্তী শুটিং ডেট নির্ভর করবে।’ এমনটি জানিয়েছেন, ‘গাঙচিল’ ছবির নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল।
রবিবার শুটিং চলাকালে নায়ক ফেরদৌস ও নায়িকা পূর্ণিমা বাইক দুর্ঘটনায় আহত হন। পরে বসুরহাট সেন্ট্রাল হাসপাতালে তাদের নেওয়া হয়। এক্স-রে করার পর শঙ্কামুক্ত বলে কর্তব্যরত চিকিৎসক আ ফ ম আবদুল হক জানান।
নির্মাতা জানান, ‘এক্স-রে করে দেখা গেছে, তাদের শরীরের কোথাও হাড় ভাঙেনি। তবে শরীরের বিভিন্ন জায়গা ছিলে গেছে। ডান কাঁধে পূর্ণিমার ব্যথাটা সকালে বেড়েছে। ফেরদৌসের বাঁ পায়ের হাঁটুর নিচে ফুলে গেছে। দুজনের কেউই এখন কাজ করার জন্য উপযুক্ত নন। যে কারণে শুটিং বন্ধ করা ছাড়া এখন আর কোনো উপায় নেই। ছবিটির শুটিং ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলার কথা ছিল।
বিডি-প্রতিদিন/১২ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব