দেশের আলোচিত ইউটিউবার সালমান মুক্তাদিরের ইউটিউব চ্যানেল ‘সালমান দ্যা ব্রাউনফিস’ এ অনুসারীর সংখ্যা কমছে। এরইমধ্যে চ্যানেলটিতে লাখের বেশি অনুসারী আনসাবক্রাইব করেছেন।
৯ ফেব্রুয়ারি সালমানের ইউটিউবে 'অভদ্র প্রেম' শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ হওয়ার পর এটি দেখেছেন সাড়ে ৮ লাখের বেশি অনুসারী। কিন্তু এ ভিডিওতে ডিজলাইক পড়েছে ১ লাখ ৬৪ হাজার আর লাইক পড়েছে মাত্র ২৫ হাজার। মূলত ভিডিওতে দেখানো রগরগে দৃশ্যের জন্যই সমালোচনা শুরু হয়।
যাতে বাড়তি মাত্রা যোগ করেন আরেক ইউটিউবার তাহসিন এন রাকিব (তাহসিনেশন)। তিনি অনুসারীদের ‘সালমান দ্যা ব্রাউনফিস চ্যানেলে আনসাবস্ক্রাইব করার কথা বলেন। এমন ভিডিও পোষ্ট করার পর থেকেই সালমান মুক্তাদিরের চ্যানেলে আনসাবক্রাইব করার ধুম পড়ে যায়। এছাড়াও অনেকে সালমানের চ্যানেলে আনসাবক্রাইব করে তাকে বয়কটের আহ্বান জানিয়েছেন।
বিডি প্রতিদিন/ফারজানা