শুটিং ফ্লোরে টানা ৪৮ ঘণ্টার অক্লান্ত পরিশ্রম। তার পরেই বৃহস্পতিবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হলেন হিন্দি ওয়েব সিরিজের পরিচিত মুখ ৩১ বছর বয়সী গেহানা বশিষ্ঠ।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, গেহানার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বর্তমানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
গেহানার পারিবারিক সূত্রে জানা গিয়েছে, একটি ওয়েব সিরিজের জন্য মুম্বাইয়ে শুটিং করছিলেন অভিনেত্রী। দু’দিন ধরে তিনি ‘এনার্জি ড্রিঙ্কস’ ছাড়া অন্য কিছু খাননি। ঠিকঠাক বিশ্রাম নেওয়ারও সুযোগ পাননি তিনি। বৃহস্পতিবার রাতে শুটিং ফ্লোরে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। তড়িঘড়ি তাকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকেরা জানান, গেহানার হার্ট অ্যাটাক হয়েছে। হাসপাতাল সুপার প্রণব কাবরা শুক্রবার সংবাদমাধ্যমকে জানান, গেহানা ডায়াবেটিক। ওষুধও খেতেন। ওই ওষুধের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া থেকেই এমনটা হয়েছে কি না তা এখনও নিশ্চিত নয়। আপাতত তার অবস্থা খুবই সঙ্কটজনক।”
গেহানা বশিষ্ঠ প্রথম অভিনয় করেন ‘ফিল্মি দুনিয়া’ ছবিতে। এরপর তিনি হিন্দি ও তেলেগু ভাষার অনেক ছবিতে অভিনয় করেছেন। অভিনয় করেছেন টিভি সিরিয়াল ও ৭০টি উল্লেখযোগ্য ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্রে।
‘গান্দি বাত’ ওয়েব সিরিজের চতুর্থ এপিসোড ‘হানিমুন অন হুইলস’-এ অভিনয় করে দারুণ আলোচিত হন ভারতীয়
এই অভিনেত্রী।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন