পত্রিকায় প্রকাশিত গোবিন্দ আর জ্যাকিশ্রফের চটকদার বিজ্ঞাপন দেখে বাবার জন্য ব্যথানাশক তেল কিনেছিলেন ভারতের মুজাফফরনগরের আইনজীবী অভিনব আগরওয়াল। সেই বিজ্ঞাপনে বলা হয়, এ ব্যথানাশক তেল ব্যবহারে ১৫ দিনে ব্যথা দূর না হলে সম্পূর্ণ অর্থ ফেরত দেয়া হবে। কিন্তু সেই তেল ব্যবহার করে কোনো কাজ হয়নি। ফলে ওই দুই অভিনেতার বিরুদ্ধে মামলা করেন অভিনব আগরওয়াল।
অভিনবের দাবি, বিজ্ঞাপনে বলিউডের জনপ্রিয় দুই তারকা গোবিন্দ আর জ্যাকিশ্রফকে দেখেছেন, তাই তিনি এ বিজ্ঞাপন আর বিজ্ঞাপনে দেয়া প্রতিশ্রুতির ওপর আস্থা রেখেছেন, বিশ্বাস করেছেন। কিন্তু সেই বিজ্ঞাপন দেখে পণ্য কিনে তিনি প্রতারিত হন।
৫ বছর আগের সেই মামলায় ক্রেতা সুরক্ষা আদালতের রায়ে ২০ হাজার টাকা জরিমান ধার্য হয় গোবিন্দ ও জ্যাকিশ্রফের বিরুদ্ধে। এছাড়া তাদের পাশাপাশি জরিমানা দিতে হবে হারবাল তেলের উৎপাদনকারী প্রতিষ্ঠান, প্রচারণা প্রতিষ্ঠান টেলিমার্ট শপিং নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড এবং ম্যাক্স কমিউনিকেশনকে। ওই হারবাল তেলের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছেন বলিউড তারকা গোবিন্দ আর জ্যাকিশ্রফ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
বিডি প্রতিদিন/হিমেল