যৌন নিপীড়নের অভিযোগে হলিউডের প্রভাবশালী চলচ্চিত্র প্রযোজক হার্ভি ওয়েনস্টেইনের বিচার শুরু হয়েছে নিউ ইয়র্ক সিটি আদালতে। সেখানে তাকে জেলে পাঠানোর হুমকি দিয়েছেন এক বিচারক। আদালতে বসেই ফোন ব্যবহার করছিলেন হার্ভি। এতেই রেগে যান ওই বিচারক।
ক্ষুব্ধ হয়ে জেমস বার্ক নামের সেই বিচারক হার্ভিকে বলেন, তুমি কি এভাবে বাকি জীবন জেলে কাটাতে চাও, আদালতের নিয়ম ভঙ্গ করে এবং মোবাইলে বার্তা পাঠিয়ে?
হার্ভি ওয়েস্টেইনের বিরুদ্ধে ধর্ষণ, যৌন নিপীড়নসহ ৫টি অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন জেল হতে পারে তার। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা