ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন (এনআরসি) থেকে বাঁচার অভিনব উপায় জানালেন আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত।
এক ভিডিও বার্তায় তিনি বলেন, এনআরসি, সিএএ নিয়ে ভাববেন না। যাদের কাছে এনআরসি, সিএএ’র জন্য উপযুক্ত কাগজপত্র নেই, তারা ব্যাংক থেকে মোটা অংকের লোন নিয়ে নিন। লোন নিলেই ব্যাংক সমস্ত কাগজপত্র আপনাকে গুছিয়ে দেবে। ফলে এ দেশ থেকে আপনাকে আর যেতে হবে না। এনআরসি, সিএএ থেকে বাঁচার উপায় এভাবেই বাতলে দিলেন রাখি সাওয়ান্ত।
গত বছর মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে রাখি সাওয়ান্ত গাঁটছড়া বাঁধেন বলে দাবি করেন। এনআরআই পাত্র রিতেশের সঙ্গেই তিনি সাতপাকে বাঁধা পড়েন বলে দাবি করেন টেলিভিশনের ড্রামা কুইন। শুধু তাই নয়, রাখি সাওয়ান্তের স্বামী রিতেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংস্থায় কর্মরত বলেও দাবি করেন টেলিভিশনের এই জনপ্রিয় মুখ। যদিও রিতেশ বর্তমানে কোথায় রয়েছেন, তা নিয়ে সমানে প্রশ্ন করতে শুরু করেন রাখির ভক্তরা। সূত্র: জিনিউজ
বিডি প্রতিদিন/কালাম