বিশ্বজুড়ে এখন করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে আলোচনা। তবে বাংলাদেশে এখনো করোনার ভ্যাকসিন না হলেও প্রবাসী অনেক বাংলাদেশি ভ্যাকসিন পেয়েছেন বা তালিকাভুক্ত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা অভিনেত্রী ও উপস্থাপিকা নওশীন নাহরিন মৌ ভ্যাকসিন গ্রহণ করেছেন।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার কারণেই ভ্যাকসিন গ্রহণের সুযোগ পেয়েছেন নওশীন। ফেসবুকে করোনার ভ্যাকসিন গ্রহণের কার্ডের একটি ছবি পোস্ট করে নওশীন নিজেই এ খবর নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, প্রথম ডোজ কভিড ভ্যাকসিন গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ।
পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, গত ৫ জানুয়ারি ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম ডোজ নিয়েছেন তিনি। আরো একটি ডোজ তাকে নিতে হবে। তবে প্রথম ডোজ নেওয়ার পর এখনো কোনো রকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি বলে গণমাধ্যমকে জানিয়েছেন নওশীন।
বিডি-প্রতিদিন/শফিক