ফিল্মি স্টাইলে বাগদান সেরেছেন হানসিকা মাতওয়ানি। ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের সামনে হাঁটুগেড়ে প্রেমিক তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। তাতে যে সায় দিয়েছেন, তা স্পষ্ট হানসিকার হাসিতে।
অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল তামিল ও তেলেগু ভাষার জনপ্রিয় অভিনেত্রী হানসিকার বিয়ে নিয়ে। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে হানসিকা তার সত্যতা স্বীকার করে নিয়েছেন। গতকাল বুধবার বাগদানের ছবি আপলোড করেছেন হানসিকা। ক্যাপশন দিয়েছেন, ‘এখন এবং অনন্তকালের জন্য’।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, হানসিকার হবু বরের নাম সোহেল কাঠুরিয়া। সোহেল হানসিকার ব্যবসায়িক অংশীদারও।
বাগদানের ছবি পোস্ট করলেও করলেও কবে বিয়ে করছেন তা জানাননি হানসিকা। তবে ডিসেম্বরের শুরুতেই তারা জয়পুরে বিয়ে করতে পারেন বলে গুঞ্জন রয়েছে।