‘জয় বাংলা ধ্বনি’ চলচ্চিত্রে প্রথমবারের মতো জুটি বেঁধে আসছেন নিরব হোসেন-রোকাইয়া জাহান চমক। এরইমধ্যে মাদারীপুরে খ.ম. খুরশীদ পরিচালিত ছবিটির শুটিং শুরু হয়েছে। আগামী ৯ নভেম্বর পর্যন্ত টানা শুটিং চলবে।
নিরব হোসেন বলেন, ‘চমক বেশ ভাল অভিনয় করে সবার মনে জায়গা নিয়েছেন। আশা করছি, তার সঙ্গে সিনেমার অভিজ্ঞতা খুবই ভালো হবে। ছবিতে আমার দুটি চরিত্র। যেগুলোতে অভিনয় করতে মুখিয়ে আছি আমি’।
চমক বলেছেন, ‘জয় বাংলার ধ্বনি সিনেমার গল্প আমাকে আকর্ষণ করেছে, যার ফলে আমি ঢাকা থেকে দূরে পদ্মা তীরবর্তী এলাকায় কাজ করতে ছুটে এসেছি। এটি মুক্তিযুদ্ধের গল্প। এমন গল্পে কাজ করতে গেলে হৃদয় দিয়ে মুক্তিযুদ্ধকে অনুভব করতে হয়। সেই সময়ের কথা ভেবে শিহরিত হই’।
২০২১-২২ অর্থবছরে ‘জয় বাংলা ধ্বনি’ সিনেমাটি ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন স্বনামধন্য অভিনেতা আসাদুজ্জামান নূর।
বিডি প্রতিদিন/ফারজানা