অস্কারজয়ী নির্মাতা পল হ্যাগিসকে ৭৫ লাখ ডলার পরিশোধের নির্দেশ দিয়েছেন বিচারক। পলের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন। সেই নারী এই অর্থ পাবেন।
সেরা ছবির ক্যাটাগরিতে অস্কারজয়ী ছবি ‘মিলিয়ন ডলার বেবি’ ও ‘ক্র্যাশ’ ছবির চিত্রনাট্য লেখার জন্য পরিচিত পল হ্যাগিস। তার বিরুদ্ধে অভিযোগকারী হালে ব্রিস্ট পেশায় প্রকাশক। চলচ্চিত্রের প্রদর্শনী নিয়ে কাজ করার সময় পল হ্যাগিসের সঙ্গে পরিচয় হয় তার।
দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৩ সালের জানুয়ারিতে প্রদর্শনী পার্টি শেষে ওই নারীকে বাসায় পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন পল। হালে ব্রিস্টকে নিজের নিয়ইয়র্কের বাসায় আসারও আমন্ত্রণ জানান। এক পর্যায়ে পল হ্যাগিস তাকে ধর্ষণ করেন।
২০১৭ সালে পলের বিরুদ্ধে মামলা করেন হালে ব্রিস্ট। হলিউডের প্রভাবশালী প্রযোজক হার্ভে ওয়েনস্টিনের বিরুদ্ধে ধর্ষণ, যৌন হয়রানিসহ বহু অভিযোগ উঠেছিল। হলিউডে শুরু হয়েছিল যৌন নিপীড়নবিরোধী ‘মি টু’ আন্দোলন। তখন নারীদের পক্ষ নিয়ে কথা বলেছিলেন পল হ্যাগিস। তারপরই তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেন হালে ব্রিস্ট। তিনি বলেন, তার মতো একটা অসাধু লোক দুনিয়ার সামনে নারীর অধিকার নিয়ে কথা বলছিল বিষয়টি আমি মেনে নিতে পারিনি।
সূত্র : দ্য গার্ডিয়ান
বিডি প্রতিদিন/ফারজানা