ঝুঁকিপূর্ণ দৃশ্যের শুটিং করতে গিয়ে এস সুরেশ নামে ভারতীয় এক স্টান্টম্যানের মৃত্যু হয়েছে। তামিল অভিনেতা বিজয় সেতুপতির সিনেমা ‘বিদুথালাই’র সেটে ২০ ফুট উঁচু থেকে রশি ছিঁড়ে পড়ে তার মৃত্যু হয়।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শনিবার চেন্নাইয়ে বিদুথালাইয়ের শুটিং চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
একটি দৃশ্যের স্টান্ট করার জন্য ক্রেনের সঙ্গে একটি রশিতে বাঁধা ছিলেন সুরেশ। সেতুর উপর দাঁড়িয়ে থাকা অস্থায়ী ট্রেনে ঝাঁপ দিতে হতো তাকে। তবে ঝাঁপ দিতেই রশি ছিঁড়ে নিচে পড়ে যান তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি সুরেশকে।
৫৪ বছর বয়সী সুরেশ তামিল সিনেমায় তিন দশকেরও বেশি সময় ধরে স্টান্টম্যানের কাজ করেছেন। সুরেশের মৃত্যুর ঘটনা তদন্তে পুলিশ এরই মধ্যে কাজ শুরু করেছে।
বিডি প্রতিদিন/এমআই