দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘বেশরম’ গানের দৃশ্যে খোলামেলা অভিনয় নিয়ে এবার তোপের মুখে পড়লেন শাহরুখ খান।
ভারতের মধ্যপ্রদেশ বিধানসভার স্পিকার গিরিশ গৌতম তার বিরুদ্ধে সরাসরি ক্ষোভ উগরে দিয়েছেন।
স্পিকার গিরিশ গৌতম চ্যালেঞ্জ ছুঁড়েছেন অভিনেতাকে। তার দাবি, শাহরুখ তার কিশোরী কন্যা সুহানা খানকে নিয়ে ‘পাঠান’ ছবিটি দেখুন। তাহলেই বুঝবেন, ওই গানের অনেক দৃশ্য আক্ষরিক অর্থেই কতটা ‘বেশরম’!
সেই জায়গা থেকেই তার প্রশ্ন, সেসব যদি অভিনেতা নিজের মেয়েকে নিয়ে দেখতে না পারেন তা হলে দেশবাসী দেখবেন কী করে? তার আরও তোপ, ‘পাঠান’ ‘সনাতন সংস্কৃতিকে অবমাননা করেছে’।
গিরিশ গৌতমের এই অভিযোগ অনেক আগেই ধ্বনিত হয়েছে বিজেপির নেতা-মন্ত্রীদের কথায়। তারা প্রযোজক যশরাজ ফিল্মের এই ছবি নিষিদ্ধ করার দাবিতেও সোচ্চার।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মধ্যপ্রদেশ বিধানসভার স্পিকার বিবৃতিতে বলেছেন, “শাহরুখের মেয়ের বয়স ২৩ কি ২৪। এই বয়সের মেয়েকে নিয়ে ‘বাবা’ হিসেবে ছবিটি দেখুন। তারপর সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাগ করে জানান, ‘আমি আমার মেয়ের সঙ্গে এই ছবিটি দেখেছি। যেখানে দীপিকা পাড়ুকোনের সঙ্গে আমার ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে।”
তিনি আরও বলেন, “গেরুয়া পোশাক জাতির গৌরবের প্রতীক। হিন্দু ধর্মের সেই রং কেন এত নির্লজ্জভাবে ব্যবহৃত হবে? সবুজকে সম্মান করা উচিত, গেরুয়াকে অপমান করা, এটা তো ঠিক নয়। মেয়ের সঙ্গে ছবিটি দেখতে পারলে বুঝব, ছবিটি দোষের নয়।” সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/কালাম