গুঞ্জন উঠেছিল জেমস বন্ড সিরিজের পরবর্তী সিনেমার পরিচালক হতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান। এবার সেই গুঞ্জন নিয়ে খোদ নোলানই মুখ খুলেছেন।
মার্কিন সংবাদ সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে নোলান জানিয়েছেন, এই গুঞ্জনের কোনো সত্যতা নেই। তিনি বলেন, ‘দুঃখজনকভাবে এই গুঞ্জনের কোন সত্যতা নেই। তবে আমি খুবই রোমাঞ্চিত যে ধর্মঘট শেষ হয়েছে এবং সবাই কাজে ফিরে যেতে পারব।’
এ বছর মুক্তি পায় নোলানের 'ওপেনহেইমার'। বিপরীতে এখনো জেমস বন্ড সিরিজের পরবর্তী সিনেমা মুক্তির কোনো দিনক্ষণ ঠিক হয়নি। জিরো জিরো সেভেন এজেন্টের চরিত্রে অভিনয় করা সবশেষ অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ। গত ১৬ বছরে ব্যবসাসফল মোট পাঁচটি জেমস বন্ড চলচ্চিত্রে অভিনয় করার পর বিখ্যাত ব্রিটিশ স্পাই চরিত্রটিকে বিদায় জানিয়েছেন অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ। ২০০৬ সালে ২০২১ সাল পর্যন্ত চরিত্রটিতে অভিনয় করেন তিনি। সর্বশেষ 'নো টাইম টু ডাই' সিনেমায় দেখা গেছে এই অভিনেতাকে।
ব্রিটিশ ঔপন্যাসিক ইয়ান ফ্লেমিংয়ের অমর গোয়েন্দা চরিত্র জেমস বন্ড। ১৯৫৩ সালে বই হিসেবে বাজারে এলেও সিনেমা হিসেবে বন্ডের আত্মপ্রকাশ ঘটে ১৯৬২ সালে।
বিডি প্রতিদিন/নাজমুল