ইতালিয়ান মডেল-অভিনেত্রী জর্জিয়া আদ্রিয়ানির সঙ্গে সম্পর্ক শেষ করে নতুন প্রেমে পড়েছেন বলিউড অভিনেতা আরবাজ খান। গুঞ্জন শোনা যাচ্ছে, বলিউডের মেকআপ আর্টিস্ট শুরা খানের সঙ্গে প্রেম করছেন এই অভিনেতা।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, আরবাজ-শুরা এ সম্পর্কের বিষয়ে খুবই সিরিয়াস। তারা খুব শিগগির বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। দুই পরিবার ও তাদের ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
যদিও নতুন সম্পর্কের বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি আরবাজের। জানা যায়, আরবাজের পরবর্তী সিনেমা ‘পাটনা শুক্লা’। এ সিনেমার শুটিং সেটে প্রথম দেখা হয় মেকআপ আর্টিস্ট শুরার সঙ্গে। সেখানে পরিচয় থেকে প্রেমের সম্পর্কের শুরু।
এর আগে, ৫৬ বছর বয়সী আরবাজের সঙ্গে ৩৩ বছর বয়সী জর্জিয়ার প্রেমের খবর কারো অজানা নয়। করোনার সময় থেকে লিভ-ইনে ছিলেন তারা। বিয়ে করতে যাচ্ছেন এমন গুঞ্জন থাকলেও গত বছর সম্পর্কটি ভেঙে যায়।
উল্লেখ্য, ১৯৯৮ সালে অভিনেত্রী মালাইকা আরোরাকে বিয়ে করেন আরবাজ খান। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। তাদের আরহান নামের একটি পুত্র রয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক