বিয়ের আট বছর পর প্রথম সন্তানের মুখ দেখলেন সাবেক ভারতীয় ক্রিকেটার জহির খান ও অভিনেত্রী সাগরিকা ঘাটগে। বুধবার (১৬ এপ্রিল) সকালে তাদের ঘর আলো করে এসেছে এক পুত্রসন্তান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সদ্যোজাত সন্তানের সঙ্গে একটি ছবি পোস্ট করে সাগরিকা জানান, ''ভালোবাসা, কৃতজ্ঞতা এবং ঈশ্বরের আশীর্বাদের সঙ্গে আমরা আমাদের ছোট্ট শিশু, ফতেহসিং খানকে স্বাগত জানাচ্ছি।''
জহির খান বর্তমানে আইপিএলে লখনউ সুপার জায়ান্টস দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। সন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়ার পর থেকে শুভেচ্ছায় ভাসছেন এই দম্পতি। অভিনন্দন জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না, হরভজন সিং, আকাশ চোপড়া ও আরপি সিংসহ অনেকেই। বলিউডের তারকারাও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন নতুন অভিভাবক জুটি সাগরিকা ও জহিরকে।
জহির ও সাগরিকার পুত্রসন্তানের নাম রাখা হয়েছে ফতেহসিং। ওনলি মাই হেলথের রিপোর্ট অনুযায়ী, ফতেহসিং নামটা দুটি শব্দের মিশ্রণে তৈরি হয়েছে - ‘ফতেহ’ এবং ‘সিং’। হিন্দি ও উর্দুতে ‘ফতেহ’-এর অর্থ হল বিজয়। আর ‘সিং’-এর অর্থ হল সিংহ।
জহির খান ও সাগরিকার বিয়ে হয় ২০১৭ সালের নভেম্বরে। ভিন্ন ধর্মের হলেও তারা একে অপরের বিশ্বাস ও সংস্কৃতিকে শ্রদ্ধা করেন। এক সাক্ষাৎকারে জহির জানিয়েছিলেন, ''বিয়ের পর শ্বশুরমশাই নিশ্চিত করেছিলেন যেন আমরা কোলহাপুরের আম্বাবাই মন্দিরে আশীর্বাদ নিই এবং পাশের দরগাতেও শ্রদ্ধা জানাই।''
সাগরিকা বলেন, ''আমাদের পরিবার কখনও আমাদের একটি ধর্মের সীমায় আটকে রাখেনি, বরং সব ধর্মকে সম্মান করতে শিখিয়েছে।''
২০১৬ সালে যুবরাজ সিংয়ের বিয়েতে প্রথমবারের মতো প্রকাশ্যে আসে জহির-সাগরিকার প্রেমের খবর। এরপর ২০১৭ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘চাক দে! ইন্ডিয়া’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন সাগরিকা। এরপর তিনি ছিলেন রিবক ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বিভিন্ন ফ্যাশন ম্যাগাজিন এবং শোতেও তিনি ছিলেন পরিচিত মুখ।
বিডি প্রতিদিন/মুসা