বিশ্বকাপ ফুটবলের আঁচ সর্বত্র। টিভির পর্দা ছাড়িয়ে ফুটবল ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলিতেও। সাপোর্টাররা নিজেদের আবেগ তুলে ধরছেন স্ট্যাটাসের মাধ্যমে। সম্প্রতি ফেসবুকে বিশ্বকাপ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:
“মা, তুমি কি ব্রাজিল নাকি আর্জেন্টিনা..?”
নিষাদের প্রশ্নে থতমত খেয়ে গেলাম... ওকে জিজ্ঞেস করলাম
“আগে বল তুমি কি..?”
“আমি আর্জেন্টিনা...”
“কেন বাবা..?”
“কারণ ব্রাজিলের গেঞ্জির রঙটা সুন্দর না... কেমন জানি হাগুর মতো হলুদ...”
নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল...
ফুটবল খেলার কিছুই বুঝতাম না... আমার স্কুল ভিকারুন্নিসা নুন এর আকাশী নীল-শাদা জামার রঙের সাথে মিল আছে দেখে, আমাকে কেউ জিজ্ঞেস করলেই বলতাম “আমি আর্জেন্টিনা...”আর্জেন্টিনার পক্ষ নেয়ার আরও একটা শক্ত কারণ ছিল, আমার মা... তিনি আর্জেন্টিনার কঠিন সমর্থক... মার পছন্দের দলের পক্ষ নিবো না এটা ভাবতেই পারতাম না...
তিনি ম্যারাডোনার এমনই ভক্ত ছিলেন যে ম্যারাডোনা হোঁচট খেয়ে পড়ে গেলেও তার মনে হত প্রতিপক্ষ দলের খেলোয়াড় ধাক্কা দিয়ে তাকে ফেলে দিয়েছে... পারলে রেফারিকে ধমক দিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়কে একটা লাল কার্ড দিতে বাধ্য করবেন...
খেলা দেখতে বসে নিষাদের মধ্যে পুরোপুরি তার নান্নানজির ছায়া দেখলাম...
“মা, দেখেছ... সবাই মিলে খালি মেসি কে ব্যথা দিতে চায়... ব্যথা দিয়ে মেসিকে খেলা থেকে বাদ দেওয়াতে চায়...”
আর নিনিত..?
আর্জেন্টিনা নাকি ব্রাজিল..? এই প্রশ্ন তাকে জিজ্ঞেস করা হলে সে নিষাদকে উত্তর দিল
“আমি বেন টেন..." (Ben 10- এই মুহূর্তে নিনিতের সবচেয়ে পছন্দের কার্টুন চরিত্র)
অস্থির হয়ে নিষাদের প্রশ্ন...
“না না আইয়া বাবা... ফুটবল খেলায় তুমি কোন দল..? ব্রাজিল নাকি আর্জেন্টিনা..?”
“আমি টিনটিনা...”