কুকুর বেড়ালকে ভালোবাসা সহজ। মানুষকে নয়।
ভালোবাসলে আমি খুব একা হয়ে যাই,
নিজের সঙ্গে নিজে যুদ্ধ বাঁধিয়ে বসে থাকি।
আমার এক দিকটা বলে ভালোবাসি, আরেক দিকটা বলে বাসি না।
কুকুর বেড়ালকে ভালোবাসা সহজ। মানুষকে নয়।
মানুষ একদিন পেছন থেকে ছুরি বসাবে,
ভালোবাসলে আজকাল এভাবেই কৃতজ্ঞতা জানায় তারা।
ছুরি খেতে খেতে আর অবশিষ্ট নেই,
এভাবে চলে না, হয় তুমি যাবে নয় আমি।
ছুরিতে এবার বিষ মাখিয়ে রেখো যদি নিতান্তই নিশ্চিহ্ন করতে চাও।
আমার যে দিকটা বলে ভালোবাসি না, সেদিকটায় মেরো,
সেদিকটায় চিরকাল মেরেছো যে দিকটা বলে বাসি।
শরীরটা আছে বলে শরীরটা জ্বালায় বলে ভালোবাসি।
তা না হলে শখ করে কে যায় আঘাত পেতে!
(ফেসবুক পেজ থেকে সংগৃহীত)