সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি এবং কামনা করছি বেগম জিয়া ও তার পরিবারকে যেন মহান রাব্বুল আল আমীন এই শোক কাঠিয়ে উঠার তৌফীক দান করেন ।
পাশাপাশি, অসুস্থ ও ষড়যন্ত্রের রাজনীতির শিকার হয়ে যারা সহিংসতা, পেট্রোলবোমার আগুনে পুড়ে ঝলসানো শরীর নিয়ে হাসপাতালে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন এবং যারা আপনজন হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা ও নিহতদের আত্মার মাগফেরাত কামনা করি। প্রশ্ন জাগে, কি অপরাধ ছিল তাদের? তারা ত ক্ষমতার মসনদে বসতে চায়নি ।
কাজেই জনগণের অধিকার নিয়ে যারা খেলছেন তাদের জানা উচিৎ “এই দেশ জনগণের, কোনো ব্যক্তি, গোষ্ঠী, বা দলের নয়। অতীতের ন্যায় আগামীতেও প্রাসাদ ষড়যন্ত্রের রাজনীতির পরাজয় অবশ্যম্ভাবী।
পরিশেষে দেশের শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে বাংলার মানুষের আশা ও আকাঙ্ক্ষার বাস্তবায়ন হউক রাব্বুল আল আমীনের কাছে সেই প্রার্থনা করছি।
জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। জয় হউক বাংলার জনগণের।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি-প্রতিদিন/ ২৯ জানুয়ারি, ২০১৫/ রশিদা