তারকাদের একাধিক আইডি অনেক সময়ই ভক্তদের বিভ্রান্ত করে থাকে। আর নিজের নকল আইডি ও ভুয়া ফ্যানপেজ নিয়ে বিব্রত হন তারকা স্বয়ং। ঠিক একইভাবে জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর কয়েকটি আইডি রয়েছে। আর তা নিয়ে তিনি আজ সোমবার ভোর পাঁচটায় ভক্তদের উদ্দেশে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসটি তুলে ধরা হলো:
"ফেসবুকে আমার অসংখ্য ফেক আইডি ও ফেক ফ্যানপেজ আছে। আইডিগুলোতে যে ধরনের পোস্ট দেওয়া হয় তা আমার কথা নয়। তাই আপনাদের অনুরোধ করছি, ফেক ফ্যানপেজ আর ফেক আইডি চোখে পড়লে অনুগ্রহপূর্বক ব্লক করে দেবেন।"
বিডি-প্রতিদিন/ ২২ জুন, ২০১৫/ রশিদা