বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের মূলহোতা নয়ন বন্ডকে বরিশাল থেকে আটক করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
তবে এ ধরনের কোনও তথ্য বরিশাল মহানগর পুলিশের কাছে নেই বলে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শনিবার সকাল থেকে নয়ন বন্ডকে আটকের খবর ফেসবুকে ছড়িয়ে পড়ে।
অনেকে এ ধরনের স্ট্যাটাস দিয়ে তা আবার কিছু সময় বাদে সরিয়েও ফেলেছেন। আবার অনেকেই ফেসবুক স্ট্যাটাসে নয়নকে আটকের কথা তুলে ধরেছেন।
যদিও বরিশাল মহানগর পুলিশের কমিশনার শাহাবুদ্দিন খান সাংবাদিকদের জানিয়েছেন, নয়ন বন্ডকে আটকের কোনো তথ্য তাদের কাছে নেই।
একই তথ্য জানিয়েছেন বরিশাল মহানগর পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার (ডিবি) নাসির উদ্দিন মল্লিক ও কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।
বিডি প্রতিদিন/কালাম