এই ভাইগুলোর অপরাধটা কি ছিল? চেয়েছিল ছাত্রলীগকে কলঙ্কমুক্ত করতে। দেড় মাসেও না পারে গতদিন থেকে ছেলেগুলো অনশনে বসেছে। এরাও তো ছাত্রলীগ করে। কোথায় আজ ছাত্রলীগের অভিভাবকরা! ঢাবির ভর্তি পরীক্ষা বাতিলের জন্য একটা সাধারণ শিক্ষার্থী রাজুর (ভাস্কর্য) সামনে বসে যখন অনশন করেছিল আমাদের ছাত্রলীগের অভিভাবকরাই কিন্তু ছুটে এসেছিল আগে। কিন্তু আজ যখন তাদের কর্মীরাই দুদিন থেকে অনশনে আছে তখন কেউ আসলো না। সবকিছু আপনাদের হাতে না থাকলেও অন্তত মানবিকতার খাতিরে এসে ভাইগুলোর মুখে এক ফোটা পানি দিয়েও কি আসতে পারতেন না?
আপনারাতো ছাত্রলীগের অভিভাবক। এরা তো আমাদেরই ভাই। আজ এদের কিছু হয়ে গেলে আমাদের প্রাণপ্রিয় মমতাময়ী আপার কাছে কি উত্তর চাইবে তাদের পরিবারগুলো!
(ফেসবুক থেকে সংগৃহীত)
লেখক: ছাত্রলীগ নেত্রী
বিডি-প্রতিদিন/২৯ জুন, ২০১৯/মাহবুব