সংখ্যাগরিষ্ঠতা নিয়া আমাদের রোমান্টিসিজমটা একটু বেশিই হয়ে গেছে বোধ হয়। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থেইকা সংখ্যাগরিষ্ঠ ধারণাটা মোটামুটি একটা শ্রদ্ধার আসন গাইড়া নিছে আমাদের মনে। বেশি মানুষ যাকে ভোট দিছে সেই সেরা, বেশি ভিউ যে গানে সেটাই মহান, বেশি লোক যে কবিকে প্রধান কবি বলে তিনিই প্রধান, বেশী যা খায় তাই ভালো।
মনে রাখতে হবে, বেশী লোক কিন্তু গোপন সূত্রে পাওয়া খবরে হারপিক ঢাইলা সংখ্যাগরিষ্ঠকে বেসিনের পাইপ দিয়া চ্যালচ্যালাইয়া ড্রেনে পাঠাইয়া দিছে, শহরের অলিগলিতে ছেলেধরার জিকির তুইলা দিছে, বেশী লোক ডোনাল্ডরে ক্ষমতায় বসাইছে, হিটলারকেও বসাইছিলো।
বেশীর পীরিতে বড় জ্বালাও থাকতে পারে গো সই।
(লেখকের ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/ ওয়াসিফ