দেশজুড়ে যখন মানুষের মধ্যে ডেঙ্গু আতঙ্ক, তখন মশার নাম আসতে মানুষ একটু নড়েচড়ে বসছে। এর মধ্যে, মশা নিয়ে যদি মজার ছলে দুঃখ ও অসহায়ত্ববোধের গান হয়- তাতে মানুষের আগ্রহ থাকবেই। তেমনই হলো; এমনই এক মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়িয়েছে নেট দুনিয়ায়। যে গানের কথায় কথায় হিউমার।
‘রাগটা আমার মশার ওপর কামড়ানোতে ভেদ/দিনের আলোয় তারা করছে কেন রেড শোনো যুক্তি আছে। বড় পদের হলে আউট অফ থ্রেট/আমজনতা হলে পরে ধরে হাসপাতালের বেড/কোনো দেশে যুদ্ধ হলে মানুষ মরে লক্ষ কোটি হারে/এইদেশেতে মশার কামড় হাজার মানুষ মারে/এটা গুজব কথা/ মশা যদি পদ না দেখে তাইলে কিন্তু ডেড- শোনেন বিপদ আছে...’, ভিডিওটির এমন লিরিক্সে নেটিজেনরা হয়তো সঙ্গতি খুঁজে পেয়েছেন। এ জন্য ফেসবুকের পাতায় পাতায় ঘুরছে ভিডিওটি।
বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস এর ছাত্র মল্লিক ঐশ্বর্য সুরে সুরে চিত্রিত করেছেন গানটি। তার মতে; মশারা শুধু গরিব মানুষকেই কামড়াচ্ছে নাকি কোনো গোপন চুক্তিতে এ কাজ সে করে যাচ্ছে। অন্যদেশে, ভিনদেশে মানুষ মারা যুদ্ধে আর আমাদের দেশে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে মশার কামড়ে, আজব এমন কথার গানটি মূলত গাওয়া হয়েছিল আন অফিসিয়ালি, ঘরোয়াভাবে। কিন্তু ড্রয়িং রুম ছেড়ে সে গান সাধারণ মানুষের কথা হয়ে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
বিডি-প্রতিদিন/শফিক