সঞ্চালক ধুম করে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বললেন- 'পুলিশকে তোমরা ভয় পাও কি? সবাই সমস্বরে
বলল-"না"। পরে আবারও বললেন- পুলিশ আমাদের বন্ধু তাই না? সবাই আবারও "হ্যাঁ" বলে জানান দিল। ওদের এই না আর হ্যাঁ বলাটা ভেতর থেকে। ভালোবাসা থেকেই। দেখে সত্যি অনেক শান্তি পেলাম।
পরে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলে বের হয়ে আসার সময় একটা কিউট পিচ্চি আমাকে অবাক করে দিয়ে বলল- "পুলিশ আঙ্কেল তোমার মতো পোশাক পরে আমিও পুলিশ হতে চাই!'
আর যাই কই; সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে কোলে নিলাম। এ দেখে পাশেরটাও বাহানা ধরেছে আমার কোলে ওঠার। দারুণ আনন্দের সঙ্গেই কোলে নিলাম বাচ্চা দুটোকে।
তাদের চোখে আনন্দের ঝিলিক দেখে আমারও ভীষণ ভালো লাগলো। পরে আরও দুজন বাচ্চা আবদার করে বসলো -'আমরাও ওসি আঙ্কেলের কোলে উঠবো'। এক লাফে তারাও উঠে পড়লো উত্তরখানের ওসি হেলাল সাহেবের কোলে।
আজ উত্তরখানের এক স্কুলে ছেলেধরা গুজব, ডেঙ্গু সচেতনতা ও বিবিধ বিষয়ে এক আলোচনা সভায় ছোটছোট ছেলে-মেয়েদের সঙ্গে দারুণ এক সময় কাটলো।
(ফেসবুক থেকে সংগৃহীত)
লেখক: অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ খান জোন)
বিডি প্রতিদিন/০১ আগস্ট, ২০১৯/আরাফাত