‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ আমাদের জাতীয় সঙ্গীত। যতবার শুনি ও গাই ততবার আমার চোখে জল আসে। জাতীয় সঙ্গীত কখনো পরিবর্তন হতে পারে বা পরিবর্তনের চিন্তা ঘুণাক্ষরেও আমার মাথায় কোনোদিন আসে নাই। আবার নোবেল যেইটা বলছে সেইটাও যে খুব অপরাধ করে ফেলছে তাও আমি মনে করি না। সেতো বলছেই জাতীয় সংগীতের কথাগুলো অনেক প্রতীকী। আর ‘বাংলাদেশ’ গানটা অনেক সরাসরি। ঠিকইতো বলছে। আজকালকের পোলাপান কি মেটাফর (রূপকালংকার) বোঝে বা মেটাফর নিয়া ভাববার টাইম আছে? তারা সব কিছু ডিরেক্ট চায়। দোষ দিতে হলে আমাদের বড় ভাইবোন সকলকে দেন। যাদের বয়স এখন ৫০-৫৫ । যাদের সন্তান এরা। আমরা পোলাপানদের যে সিস্টেমের ভেতর ফেলে দিয়েছি। যে দৌঁড়ের উপর রাখছি তাতে তাদের জীবন...জীবনবোধ ...শিল্প ...
নান্দনিকতা এসব নিয়ে ভাববার টাইম কোথায়। আামাদের বড় ভাইবোনরা তাদের যেইভাবে বড় করছে তারাতো সেইরকম ভাবেই চলবে। পোলাপানরে দোষ না দিয়ে, বেয়াদব না বলে তাদের পিতামাতাদের বলেন। তারা সন্তানদের সময় দিতে পারেন না নাকি তারা মনে করেন যে, আমরা যা শিখছি ভুল শিখছি। কোনটা?
লেখক : নাট্যাভিনেতা
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি-প্রতিদিন/শফিক