তোর মনে আছে পপি। কুলি ছবির শুটিং কত কষ্টের বিনিময় সিডিউল অ্যারেঞ্জ করেছিলাম। আজকে পপি হবার পিছনে ইঙ্গিত পেয়েছিলাম ইতিহাস ছবি কুলি'তে। অনেক বড় হয়েছিস। পেয়েছিস ন্যাশনাল অ্যাওয়ার্ড। এই গর্ব শুধু আমাদের পরিবারের। জন্মদিনটি হয়ে থাকুক আনন্দের। সুখের শান্তির দুলাভাইয়ের কাছ থেকে শালিকা তো এই দোয়াই পাবে- শুভ জন্মদিন পপি। আকাশেতে লক্ষ তারা পপি কিন্তু একটাই রে।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি-প্রতিদিন/মাহবুব