মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাই ন্যাশনাল ইমারজেন্সী সার্ভিস উদ্বোধনের পর ২০১৭ সালের ১২ ডিসেম্বর থেকে এ পর্যন্ত এক কোটি ২২ লাখ মানুষ সেবাগ্রহণে ৯৯৯-এ কল দিয়েছেন।
২০০৮ সালে শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল দেশকে ডিজিটালাইজড করা। এরই অংশ হিসেবে ৯৯৯ সার্ভিস চালু করা হয়।
দেশের এক হাজার থানা এখন ফাইবার অপ্টিক্যাল ক্যাবলের মাধ্যমে দ্রুতগতির ইন্টারনেট সংযোগের সঙ্গে যুক্ত।
আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ডিজিটাল জিডি (সাধারণ ডায়েরি) ব্যবস্থা প্রবর্তন, “সেফ সিটি, স্মার্ট সিটি" প্রকল্প করার পরিকল্পনা সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সকল সেবাকে ডিজিটাল সেবায় রূপান্তর করে একটি ইন্টিগ্রেডেট সার্ভিস ডেলিভারী প্ল্যাটফর্ম প্রণয়নের লক্ষ্যে ৬ দিন ব্যাপী “ডিজিটাল সার্ভিস ডিজাইন ও পরিকল্পনা ল্যাব” শীর্ষক কর্মশালার বিস্তারিত পরিকল্পনা উপস্থাপনায়।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/১২ সেপ্টেম্বর, ২০১৯/আরাফাত