নারীরা খুব দৃঢ়চেতা। প্রতিমাসে একবার পুরো সপ্তাহজুড়ে ঋতুস্রাবের কারণে রক্তপাত হলেও আমরা দৈনন্দিন কাজকর্ম স্বাভাবিকভাবেই চালিয়ে যাই যেন কিছুই ঘটেনি। আমরা শরীরের ব্যথা ও এসব কষ্টের সঙ্গে এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে আমরা এসব বিষয় নিয়ে খুব একটা মাথা ঘামাই না।
তবে আপনাদের সবার প্রতি অনুরোধ, আপনাদের কাছের নারীদের ঋতুস্রাবের সময় মানসিকভাবে সমর্থন দেয়ার চেষ্টা করুন। এই সময়টাতে আমরা যে শুধু শারিরীক কষ্টের মধ্যে দিয়ে যাই তা নয়, আমাদের মেজাজ এসময় খুব দ্রুত পরিবর্তন হতে থাকে এবং আবেগীয়ভাবে উত্থান-পতনের মতো পরিস্থিতিতে পড়তে হয়। কারণ হরমোন সবসময় আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে না, কিন্তু আপনি চাইলে সবসময় বন্ধুর মতো পাশে থাকতে পারেন।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/ফারজানা