আমি মনে করছিলাম মৃত্যুর আশংকা মাথার উপর থাকলে মানুষের আচরণ বদলায়! কিন্তু কিসের কী! আল মাহমুদের মৃত্যুর পর আমাদের অনলাইনজুড়ে যে বিভৎস আক্রমণ দেখেছি কোথাও কোথাও, আনিসুজ্জামানের মৃত্যুর পরও সেরকমই হচ্ছে!
পার্থক্য এই যে, আল মাহমুদকে গালি দেওয়া হইছে পাকিস্তানের দালাল বলে, আর আনিসুজ্জামানকে ভারতের!
কালকে গভীর রাতে ক্লান্ত চোখে আনিসুজ্জামান এবং দেবেশ রায়কে নিয়ে একটা স্ট্যাটাস দেয়ার কিছুক্ষণ পর থেকে ইনবক্স ভরা অশ্লীল চিঠি যেগুলোর ভাষ্য প্রায় এইরকম- “দুই ভারতীয়র মৃত্যুতে খুব শোকগ্রস্ত নাকি, ভাই”!
হায়রে!
বাবারা, উনিতো মাঝখানে পাকিস্তানের নাগরিকও ছিলেন! তো বলবা যখন, এটাও বলো! বইলা আমাকে একই সঙ্গে ভারত এবং পাকিস্তানের দালাল বলো!
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/ ওয়াসিফ