ইজরায়েলি নিরাপত্তাবাহিনী ও বেসামরিক নাগরিকের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তারা ছুরিকাঘাত করার চেষ্টা করছিল বলে অভিযোগ করেছে তেলআবিব। ইজরায়েলি পুলিশের বরাত দিয়ে রবিবার এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
গত মাসের শেষদিকে আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করলে সহিংসতা ছড়িয়ে পড়ে। চলমান সহিংসতায় এ পর্যন্ত ৪২ জন ফিলিস্তিনি ও ৭ জন ইজরায়েনি নিহত হয়েছেন।
খবরে বলা হয়েছে, শনিবার সকালে হেবরন শহরের এক ইহুদী ফাদেল আল-কাওয়াসমেহ নামের এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে। ইজরায়েলি পুলিশের দাবি, নিহত ফিলিস্তিনি ওই ইহুদীকে ছুরিকাঘাত করার চেষ্টা করছিল।
হেবরন শহরে অপর এক ঘটনায় ১৬ বছর বয়সী এক ফিলিস্তিনি তরুণী এক ইজরায়েনি নারী সেনাকে ছুরিকাঘাত করলে তাকে গুলি করে হত্যা করা হয়। ইজরায়েলি পুলিশ বলেছে, ওই নারী সেনা অবৈধ ইহুদী বসতি এলাকায় টহল দিচ্ছিল। ছুরিকাঘাতে ওই সেনা সদস্য সামান্য আহত হয়েছেন। নিহত তরণীর নাম বেইয়ান আহমদ আসীলাহ।
অন্যদিকে, পূর্ব জেরুজালেম শহরের জাবাল আল-মুকাবার এলাকার একটি চেক পয়েন্টে এক ইজরায়েলি সেনাকে ছুরিকাঘাত করার চেষ্টা করে মুতাজ ওবেসাত নামের এক ফিলিস্তিনি। কিন্তু ছুরিকাঘাত করার আগেই অন্য সেনারা তাকে গুলি করলে সে নিহত হয়।
বিডি-প্রতিদিন/১৮ অক্টোবর, ২০১৫/মাহবুব