সৌদি আরবের আল-মাসহাদ মসজিদে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) জঙ্গি সংগঠনটির সহযোগী সংগঠন আল-হিজাজ এক টুইটার বার্তায় শিয়াদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দায় স্বীকার করে নেয়।
সোমবার (২৬ অক্টোবর) সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান শহরের আল-মাসহাদ মসজিদে বোমা হামলার ঘটনাটি ঘটে। এতে তিনজন নিহত ও কমপক্ষে ১৬ জন আহত হন। সন্দেহভাজন হামলাকারীর গাড়িটি পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
প্রসঙ্গত, নাজরান শহরের অধিকাংশ মানুষ শিয়া সম্প্রদায়ের। আর এই সম্প্রদায়কে লক্ষ্য করে আইএস এ নিয়ে চারবার হামলা চালালো।
বিডি-প্রতিদিন/২৭ অক্টোবর ২০১৫/ এস আহমেদ