লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিমাঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। বুধবার দেশটির নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে এখবর জানিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, একটি মিলিশিয়া বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, আল-মায়া উপকূলীয় অঞ্চলে হেলিকপ্টারটিকে গুলি করে নামানো হয়। ঘটনাটিকে প্রতিদ্বন্দ্বী মিলিশিয়া বাহিনীগুলোর বিরোধের ফল বলে মনে করা হচ্ছে। স্থানীয় ব্যাংকের জন্য অর্থ পৌঁছে দিয়ে যাত্রী নিয়ে হেলিকপ্টারটি ত্রিপোলির দিকে ফিরছিল।
দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মৃত্যুবরণকারীদের মধ্যে উচ্চপদস্থ মিলিশিয়া সদস্যরাসহ ব্যাংককর্মীরাও ছিলেন।
২০১১ সালে দেশটির একনায়ক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে দেশটিতে বিভিন্ন গোত্রগত বিরোধ দেখা দেয়। সশস্ত্র ওই গোত্রগুলোর মিলিশিয়া বাহিনীই নিজস্ব অঞ্চলগুলোকে পৃথকভাবে শাসন করে আসছে।
বিডি-প্রতিদিন/২৮ অক্টোবর, ২০১৫/মাহবুব