ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় জাভা প্রদেশে স্বর্ণের খনির দুর্ঘটনায় কমপক্ষে ১২ খনিকর্মীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রদেশটির বোগোর এলাকায় মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। নিরাপত্তার ঘাটতিকেই দুর্ঘটনার কারণ বলে উল্লেখ করা হয়েছে। প্রদেশটির পুলিশ প্রধান উদজোয়ালা প্রানা সিজিত সংবাদ সংস্থা সিনহুয়াকে আজ একথা জানিয়েছেন। খবর আইএএনএস'র
ওই পুলিশ কর্মকর্তা বলেন, '১২ খনি শ্রমিকের মৃত্যু হয়ে থাকতে পারে কারণ দুর্ঘটনায় কারণে সেখানে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গেছে। তারা ভূপৃষ্ঠের ১০ থেকে ৩০ মিটার গভীরে মাটি চাপা পড়েছে। '
বিডি-প্রতিদিন/২৮ অক্টোবর ২০১৫/শরীফ