মেক্সিকোয় মোরগের লড়াইকে কেন্দ্র করে গোলাগুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও সাত ব্যক্তি। রবিবার দেশটির গোলোযোগপূর্ণ মধ্যাঞ্চলীয় প্রদেশ গুয়েররেরোর চুয়াজিনিচুইলাপা শহরে এই ঘটনা ঘটে। খবর বিবিসির।
নিহতদের মধ্যে মোরগের লড়াই দেখতে আসা ১২ বছর বয়সী এক বালকও রয়েছে।
ঘটনার কারণ সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া গেছে। কোনো কোনো প্রতিবেদনে দাবি করা হয়েছে, মোরগের লড়াইকে কেন্দ্র করে বিবদমান পক্ষগুলোর মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে এই ঘটনা ঘটেছে।
আবার সশস্ত্র ব্যক্তিরা এসে সেখানে হামলা চালায় বলেও কোনো কোনো প্রতিবেদনে বলা হয়েছে।
কর্মকর্তারা বলছেন, মোরগের লড়াই দেখতে আসা দুটি পক্ষের মধ্যে কথা কাটাকাটির জের ধরে এই গোলাগুলির ঘটনা ঘটেছে।
কিন্তু স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রাত ৯টার কিছু সময় পর বন্দুকধারীরা সেখানে এসে এলোপাতাড়ি গুলি চালালে এ ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/১০ নভেম্বর ২০১৫/ এস আহমেদ