দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি করতে ও লগ্নি টানতে বৃহস্পতিবার সকালে তিন দিনের সফরে যুক্তরাজ্যের উদ্যেশ্যে রওয়ানা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং বিভিন্ন বক্তৃতামঞ্চে ভারতীয় বাজার এবং সত্ত্বাকে ব্যাখ্যা করার পাশাপাশি এই সফরে মোদি রাজনৈতিক বার্তাও দিতে পারেন মোদি।
যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য, প্রযুক্ত এবং পরিবেশ সম্পর্কিতধারাবাহিক বৈঠকগুলির পাশাপাশি তিনি বি.আর আম্বেডকরের ব্যবহার করা ভবনটি পরিদর্শনে যাবেন। লগ্নি টানতে সেদেশের শিল্পপতিদের সঙ্গে একাধিক বৈঠক করবেন ভারতীয় প্রধানমন্ত্রী। বিদেশি লগ্নি টানতে মোদি এখানেও মেক ইন ইন্ডিয়াকে হাতিয়ার করতে পারেন। বাকিংহাম প্যালেসে যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথর সঙ্গে একান্ত মধ্যহ্নভোজন সারবেন মোদি।
ভারত ছাড়ার আগে টুইট করে মোদি জানান, ‘আমি যুক্তরাজ্যের দিকে রওয়ানা দিলাম। আমি খুবই আশাবাদী যে এই সফর ভারত এবং যুক্তরাজ্যের অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করবে এবং ভারতে বিনিয়োগের পথ সুগম হবে’।
প্রায় ১০ বছর পর যুক্তরাজ্য সফরে যাচ্ছেন ভারতের কোনো প্রধানমন্ত্রী। স্বভাবতই ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তৈরি সেদেশের প্রবাসী ভারতীয়রা। মোদিকে স্বাগত জানাতে সাহেবদের দেশে নাচ-গান-খাওয়া-দাওয়া সবমিলিয়ে জমকালো আয়োজন। লন্ডনের ওয়েম্বলি স্টেয়িামে আয়োজন করা হয়েছে বিশাল জলসার। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের মতো সেই জলসায় অংশগ্রহণ করবেন প্রায় ৬০০ শিল্পী। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। হাজির থাকবেন প্রায় ৬০ হাজার শ্রোতা। এর আগে কোনো নির্বাচিত রাজনীতিবিদের জন্য ওয়েম্বলি স্টেডিয়ামে এত বড় আয়োজন হয়নি।
বিডি-প্রতিদিন/ ১২ নভেম্বর, ২০১৫/ রশিদা