সন্ত্রাসী হামলা বা ছিনতাইয়ের মতো ঘটনা ঠেকাতে বিশ্বব্যাপী যাত্রীবাহী বিমানের উপর কৃত্রিম উপগ্রহ দিয়ে নজরদারি করা সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেনেভায় জাতিসংঘের আন্তর্জাতিক টেলিকনিউনিকেশন ইউনিয়ন বা আইটিইউ'র বৈঠকে ১১ নভেম্বর এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে বিশ্বের ১৬০টির বেশি দেশ সম্মত হয়েছে। ২০১৩ সালে মালয়েশিয়া এয়ারলাইন্সের রহস্যজনকভাবে নিখোঁজ এমএইচ৩৭০'র মতো ঘটনা ঠেকাতে এ জাতীয় নজরদারির প্রয়োজনীয়তা রয়েছে বলে এসব দেশ জানিয়েছে।
আইটিইউ'র মহাসচিব হোলিন ঝাও এক বিবৃতিতে বলেন, 'অতি অল্প সময়ে এ বিষয়ে চুক্তিতে পৌঁছে যাত্রীবাহী বিমানের ওপর নজর রাখা নিয়ে বিশ্ব সম্প্রদায়ের উদ্বেগে সাড়া দেয়া হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, রহস্যজনকভাবে এমএইচ৩৭০’র নিখোঁজ হওয়ার বিষয়টি এ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ব্যাপক প্রভাবে ফেলেছে।
২০১৩ সালের ৮ মার্চ মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ ৩৭০ বোয়িং-৭৭৭ বিমানটি কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে উড্ডয়নের এক ঘণ্টা পরই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। এরপর বহুজাতিক প্রচেষ্টা সত্ত্বেও এখনো বিমানটি সম্পর্কে কোনো তথ্যই পাওয়া যায়নি। এখনো দক্ষিণ ভারত মহাসাগরে বিমানটির খোঁজে অভিযান অব্যাহত আছে।
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর ২০১৫/শরীফ