ভারতের বেঙ্গালুরুতে টেনিস খেলার প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হতে এসে গণধর্ষণের শিকার হয়েছেন ৩০ বছরের এক নারী। বুধবার গভীর রাতে কর্ণাটক স্টেট লন টেনিস অ্যাসোসিয়েশনের কাছে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভারতের বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রচার করা হয়েছে।
পুলিশের ডেপুটি কমিশনার সন্দীপ পাতিলের বরাত দিয়ে খবরে বলা হয়, ‘কাবন পার্কে টেনিস ক্লাবে ভর্তি হতে গতকাল রাতে ওই নারী নিকটবর্তী জেলা তুমকুর থেকে আসেন। কিন্তু ততক্ষণে ক্লাব বন্ধ হয়ে গিয়েছিল এবং তাঁকে আগামীকাল (আজ) আসতে বলা হয়।’
খবরে আরও বলা হয়েছে, বেশি রাত হয়ে যাওয়ায় ওই নারী বাড়ি না ফেরার সিদ্ধান্ত নেন। তিনি ক্লাবের কাছেই একটি হোটেলে থাকবেন বলে ঠিক করেন।
কিন্তু ওই ক্লাবের দুই নিরাপত্তারক্ষী প্রথম থেকেই নারীকে নজরে রেখেছিল। ক্লাব থেকে বেরিয়ে যাওয়ার সময় পার্কিং এলাকায় ওই নারীকে দাঁড় করান দু’জনে। খুব সহজেই ক্লাবের স্থায়ী সদস্য পদ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে অপেক্ষা করতে বলেন তাঁকে। কথাবার্তা চলতে চলতে আরও রাত হয়ে যায়। ফাঁকা হয়ে যায় ক্লাব। অভিযোগ, সেই সুযোগেই তারা ধর্ষণ করে ওই নারীকে।
পরে জ্ঞান ফিরে এলে রাত তিনটে নাগাদ থানায় গিয়ে তিনি ধর্ষণের অভিযোগ দায়ের করেন ওই নারী। তাদের অভিযোগের ভিত্তিতে ওই দু'জন নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৫/মাহবুব