ভারতের তামিলনাড়ুতে টানা বর্ষণের ফলে বন্যায় এখন পর্যন্ত অর্ধশতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার রাত থেকে আরও সাত জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। শুক্রবার বিকেল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫।
গত পাঁচদিন ধরেই দক্ষিণ চেন্নাই, কুড্ডালোর এবং কাঞ্চিপুরমের একাধিক স্থানে টানা বর্ষণের ফলে বিভিন্ন রেল স্টেশন, রাস্তা, দোকান-পাট সবকিছুই পানির তলায় চলে গেছে। হাওয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার রাত পর্যন্ত বৃষ্টি হয়েছে ১৪.৯ সেন্টিমিলিমিটার। বিপর্যস্ত হয়ে পড়েছে ট্রেন, বিদ্যুৎ ও টেলি পরিষেবা। চেন্নাই থেকে দূরপাল্লার অনেক ট্রেন বন্ধ রাখা হয়েছে। আকাশ পথে বিমান পরিষেবাও ব্যাহত হয়েছে। রানওয়েতে পানি জমার কারণে প্রায় ২৬টি বেশি ফ্লাইট দেরীতে চলাচল করছে।
এদিকে, বন্যার কারণে চেন্নাই, ভেলোর, থিরুভাল্লুর, কাঞ্চিপুরমে আগামী দুই তিনদিন সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি হওয়ায় অফিস যাত্রীদেরও সমস্যার মুখে পড়তে হচ্ছে। জলাবদ্ধতার কারণে শহরের বিভিন্ন রাস্তায় পানির মধ্যেই দাঁড়িয়ে পড়েছে বাস, ট্যাক্সি, প্রাইভেটকার।
রাজ্যটির মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতা নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন। নিহতদের বেশিরভাগই পানির তোড়ে ভেসে গিয়েছে। নিহতের প্রত্যেক পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণার পাশাপাশি আহতের চিকিৎসার ব্যয়ভার নেবে সরকার। অন্যদিকে দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী না পৌঁছনোয় বিক্ষোভও দেখা দিয়েছে।
বিডি-প্রতিদিন/১৩ নভেম্বর, ২০১৫/মাহবুব