ভারতের মুম্বাইয়ে ২০০৮ সালের ২৬ নভেম্বর চালিত সন্ত্রাসী হামলার সঙ্গে প্যারিসের গতকাল রাতের ভয়াবহ সন্ত্রাসী হামলার সাদৃশ্য রয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা মার্কিন গণমাধ্যমকে একথা জানিয়েছেন। খবর পিটিঅাই ও টাইমস অব ইন্ডিয়ার
প্যারিসজুড়ে গতরাতের সন্ত্রাসী হামলায় ১৬০ জনের বেশি লোকের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরো প্রায় ২ শতাধিক। হামলাকারী আটজনও মারা গেছেন। এদের মধ্যে তিনজন আত্মঘাতী হয়েছেন। বাকি ৫ জন ফরাসি নিরাপত্তা সদস্যদের গুলিতে মারা গেছেন। নিহতদের মধ্যে একশ'র বেশি লোক কেবল বাতাক্লঁ কনসার্ট হলে পরিচালিত সন্ত্রাসী হামলায় মারা গেছেন। সেখানে 'ঈগলস অব ডেথ' নামে মার্কিন এক ব্যান্ড দল সংগীত পরিবেশন করছিল। সন্ত্রাসী হামলার ঘটনায় প্যারিসে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলাঁদ। আগামীকাল থেকে তুরস্কে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে যোগদানও বাতিল করেছেন তিনি। আইএস ইতোমধ্যে প্যারিস হামলার দায় স্বীকার করেছে।
মুম্বাই হামলার সঙ্গে প্যারিস হামলার সাদৃশ্যের কথা জানিয়েছেন নিউ ইযর্ক পুলিশ বিভাগের গোয়েন্দা ও সন্ত্রাসবাদবিরোধী ডেপুটি কমিশনার জন মিলার। কম খরচ ও কম জনবল ব্যবহার এবং ধরনের দিক দিয়ে মুম্বাই ও প্যারিস হামলার সাদৃশ্য রয়েছে বলে সিএনএনকে এক সাক্ষাৎকারে জানান তিনি।
জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের জাতীয় নিরাপত্তা প্রোগ্রামের প্রধান ব্রুস হফম্যান আল কায়েদার প্রয়াত প্রধান ওসামা বিন লাদের কর্তৃক পাঁচ বছর অাগে ইউরোপজুড়ে মুম্বাই স্টাইল সন্ত্রাসী হামলার প্রসঙ্গ টেনে আনেন স্থানীয় এক রেডিও স্টেশন সাক্ষাৎকারে।
২০০৮ সালের মুম্বাই হামলার পর থেকে প্যারিসের হামলার মতো এত বড় ও জটিল হামলার ঘটনা কোনো শহরে অার দেখা যায়নি বলে জানান যুক্তরাষ্ট্রের জাতীয় সন্ত্রাসবাদবিরোধী সেন্টারের সাবেক পরিচালক মাইকেল লেটার। এনবিসি নিউজকে একথা বলেন তিনি।
এদিকে, প্যারিস হামলার পর ভারতের মুম্বাই ও দিল্লিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। অাইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শহর দুটিতে নিরাপত্তা জোরদার করার কথা জানিয়েছেন দেশটির গোয়েন্দারা।
উল্লেখ্য, ২০০৮ সালের মুম্বাইয়ে ধারাবাহিক হামলার ঘটনায় ১৬৪ জনের প্রাণহানি হয়েছিল। এ ঘটনায় আরো প্রায় ৩ শতাধিক লোক আহত হয়।
বিডি-প্রতিদিন/১৪ নভেম্বর ২০১৫/শরীফ