ফ্রান্সের প্যারিসের সিরিজ হামলার দায় স্বীকার করেছে সিরিয়া-ইরাকভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। শনিবার এক ভিডিও বার্তায় এমনই দাবি করেছে সংগঠনটি। খবর আল জাজিরার।
এদিকে বার্তা সংস্থা বিবিসি বলছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদও এ হামলার জন্য আইএসকে দায়ী করেছেন। শনিবার এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।
শুক্রবার দিনগত রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে ও এর আশেপাশের ছয়টি পৃথক স্থানে হামলা চালায় সন্ত্রাসীরা। এসব ঘটনায় শতাধিক নিহত ও দুই শতাধিক আহত হন।
বিডি-প্রতিদিন/১৪ নভেম্বর, ২০১৫/মাহবুব