ফ্রান্সের প্যারিসে গত শুক্রবার ভয়াবহ জঙ্গি হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। ওই হামলায় নিহত হয়েছে অন্তত ১৩২ জন। আহত হয়েছেন আরও তিন শতাধিক। সারা বিশ্বে নিন্দা আর ধিক্কারের ঢেউ উঠেছে। নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জার্মান চ্যাঞ্চেলর অ্যাঙ্গেলা মার্কেলসহ বিশ্বের প্রভাবশালী নেতৃবৃন্দ। এ ঘটনার পর ফের বিশ্ব নেতৃত্বের সামনে মূল এজেন্ডা হিসেবে আবির্ভূত হয়েছে সন্ত্রাস মোকাবেলা। চলমান জি-২০ বৈঠকেও আলোচনার কেন্দ্রে আছে সন্ত্রাস দমন। এই ইস্যুতে সারা বিশ্ব বলা যায় এক প্লাটফরমে দাঁড়িয়েছে। আর বরাবরের মতোই সন্ত্রাস দমন এজেন্ডা বাস্তবায়নে প্রথম কাতারে আছে যুক্তরাষ্ট্র। জঙ্গি সংগঠন আইএস'র কর্মকাণ্ড নিয়ে সারা বিশ্ব যখন সমালোচনায় মুখর, তখনই প্রশ্ন এসেছে সংগঠনটির উত্থান নিয়ে। এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ একটি ডকুমেন্টারি ভিডিও প্রকাশ করেছে। আমেরিকার পরোক্ষ মদদেই আইএস'র উত্থান বলে দাবি করা হয়েছে ওই ভিডিওতে। তুলে ধরা হয়েছে জঙ্গি সংগঠনটির নানা দিক।
ভিডিও:
বিডি-প্রতিদিন/১৬ নভেম্বর ২০১৫/ এস আহমেদ