গত মাসে মিসরে বিধ্বস্ত রুশ বিমানটি সন্ত্রাসী হামলাতেই বিধ্বস্ত হয়েছিল বলে জানিয়েছেন রাশিয়ার নিরাপত্তা সংস্থার প্রধান আলেক্সন্ডার বুর্টনিকফ। বিমানের ধ্বংস্তূপে ‘বিস্ফোরকের চিহ্ন’ থেকে নিশ্চিত হয়েছে রাশিয়া। খবর বিবিসির।
এর আগে, মিশর সরকার দাবি করেছিল বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়।
এদিকে, বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর অবহিত হওয়ার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিনাই উপদ্বীপের উপর ওই হামলায় জড়িতদের ‘খুঁজে বের করে শাস্তি দেওয়ার’ প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রসঙ্গত, ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত একটি দল এরই মধ্যে ওই হামলা দায় স্বীকার করেছে। বিমানটি বিধ্বস্ত হয়ে ২২৪ জন নিহত হন। নিহতদের প্রায় সবাই ছিলেন রুশ নাগরিক।
বিডি-প্রতিদিন/১৭ নভেম্বর, ২০১৫/মাহবুব